শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে।
ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বর সকাল নয়টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ১১ ও ১২ ডিসেম্বর ‘বি’ ইউনিটের মেধাতালিকা থেকে ভর্তি করা হবে। আর ১৩ ও ১৭ ডিসেম্বর ‘এ’ ইউনিটের মেধাতালিকা থেকে ভর্তি করা হবে। ভর্তির জন্য সাক্ষাৎকার একাডেমিক ভবন ‘ডি’-এর নিচতলায় হবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ ও মার্কশিট এবং ভর্তির জন্য প্রয়োজনীয় ৬ হাজার ৮৫০ টাকা নিয়ে আসতে হবে। এ ছাড়া সব ধরনের সনদ ও মার্কশিটের দুই সেট ফটোকপি নিয়ে আসতে হবে। কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সনদ নিয়ে আসতে হবে। বিস্তারিত তথ্য www.sust.edu/admission/announcements ওয়েবসাইটে পাওয়া যাবে।
যোগাযোগ করা হলে ভর্তি কমিটির সদস্যসচিব মো. মহিবুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3DYYFH10GY_Pq4Z_YNO2JknSHTlD2gHYrobbHI7E6WaE-WCFRmqwFVbJMSyKRJRl7OpDv1jzP3cJGN_VpJDS7tqO8bdowsKSsM7XgldOqQMU_ls0Nbm6kzLjs5LSL-t1J-kx9_xjd3Qw/s1600/SUST-Admission-Result-2015-16.jpg)
যোগাযোগ করা হলে ভর্তি কমিটির সদস্যসচিব মো. মহিবুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
No comments